Lockdown Will Extend In West Bengal > রাজ্যে বাড়ছে লকডাউন,উচ্চমাধ্যমিক পরীক্ষার কি হবে ?
আজ ছিল নবান্নে সর্বদলীয় বৈঠক । বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউন বাড়ানো হবে বলে জানান। তিনি জানান যে,ইতিমধ্যেই লোকডাউন এ যে সব ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে , সেই সব ছাড় বজায় রেখেই বাড়বে লকডাউনের এই সময়সীমা। করোনা পরিস্থিতি মোকাবিলা করতে রাজ্যে ৩১ জুলাই পর্যন্ত লকডাউন চলবে।

জানা গিয়েছে যে, এই বারের লকডাউনে বেশ কিছু নতুন ক্ষেত্রে ছাড় মিলবে। তবে কোন কোন ক্ষেত্রে ছাড় মিলবে তা রাজ্য সরকার নোটিশ আকারে প্রকাশ করবে। সেই নোটিশ আমরা হাতে পেলেই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। এখানে ক্লিক করেও জানতে পারবেন খবর ও নোটিশ সম্পর্কে।
Lockdown Will Extend In West Bengal,উচ্চমাধ্যমিক পরীক্ষার কি হবে ?
তবে উচ্চমাধ্যমিক পরীক্ষা কবে হবে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে, যেহেতু সিবিএসই এবং আইসিএসই বোর্ডের মামলা চলছে এখন কোর্টে । তাই সেই সমস্ত দিক বিবেচনা করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দেবেন কবে উচ্চমাধ্যমিক বাকি তিনটি পরীক্ষা নেওয়া হবে।