Madhyamik result out in 2020
Madhyamik result out in 2020:- আজকে প্রকাশিত হচ্ছে মাধ্যমিক 2020 পরীক্ষার ফলাফল । দীর্ঘ করোনা পরিস্তিতি কাটিয়ে আজকে প্রকাশিত হচ্ছে মাধ্যমিকের ফলাফল । ছাত্রছাত্রীরা উদ্বিগ্ন কণ্ঠে তাকিয়ে আছেন আজকে মাধ্যমিকের ফলাফলের দিকে ।

আজ বেশ কিছু ওয়েবসাইট নিচে দেওয়া আছে সেখানে ক্লিক করে আজকের মাধ্যমিকের ফলাফল দেখে নিতে পারবে ছাত্রছাত্রীরা সঙ্গে নির্দিষ্ট এসএমএস পোর্টালের মাধ্যমে এসএমএস করে আজকে রেজাল্ট জানতে পারবে ছাত্রছাত্রীরা ।
www.wbbse.org |
www.exametc.com |
wbresults.nic.in |
www.indiaresults.com |
www.schools9.com |
www.results.shiksha |
www.telegraphindia.com |
www.fastresult.in |
WB10 লিখে স্পেস দিয়ে রোল নম্বর টাইপ করে ৫৬৭৬৭৫০ নম্বরে পাঠাতে হবে।
আজকে দশটার সময় মধ্যশিক্ষা পর্ষদ প্রেস কনফারেন্স করে রেজাল্ট পাবলিশ করবে তারপর সাড়ে দশটা থেকে অনলাইনের মাধ্যমে ওয়েব সাইটে (নিচে দেওয়া আছে) ,সেই ওয়েবসাইটে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ পেয়ে যাবে । নির্দিষ্ট সাইটে ক্লিক করলেই আজকে ছাত্রছাত্রীরা পেয়ে যাবে এই বছর অর্থাৎ 2020 সালের মাধ্যমিকের রেজাল্ট ।
বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপডেট আসছে সেটা হচ্ছে এবছর কি মেধাতালিকা প্রকাশ পাবে ??
হ্যাঁ এবছর মেধাতালিকা তালিকা প্রকাশিত হচ্ছে । এবছর উচ্চমাধ্যমিকে পরীক্ষা বেশ কিছু হয়নি তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকা প্রকাশ না হতেও পারে ! কিন্তু মাধ্যমিক পরীক্ষার সমস্ত পরীক্ষাটা হয়ে গিয়েছে তাই মাধ্যমিকের এই বছর অর্থাৎ 2020 সালের মেধাতালিকা প্রকাশিত হবে ।
আরেকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ছাত্র-ছাত্রীদের মনে সেটা হচ্ছে এবছর কি মার্কশিট এবং সার্টিফিকেট রেজাল্ট প্রকাশের পরই ইস্কুল থেকে পাওয়া যাবে ??
না এবছর যেহেতু পরিস্থিতি তা সম্পূর্ণ আলাদা তাই এই বছর এবং সার্টিফিকেট সঙ্গে সঙ্গে পাওয়া যাবে না আজকে রেজাল্টের পর সেটা জানা যাবে । তবে এই মার্কশিট এবং সার্টিফিকেট ছাত্রছাত্রীরা হাতে পাবে না ।যতদূর জানা গিয়েছে আজকে খবর থেকে সেখানে বলা হচ্ছে যে এই যে মার্কশিট এবং সার্টিফিকেট ছাত্রছাত্রীরা পাবে না সেটা অভিভাবকদেরকে দেওয়া হবে নির্দিষ্ট দিনে স্কুল যেটা ঠিক করবে সেদিনে এবং সেটা হবে রেজাল্ট প্রকাশনী এক সপ্তাহ পরে । অর্থাৎ আজকে হচ্ছে 15 তারিখ 21-22 তারিখ নাগাদ থেকে স্কুলে স্কুলে শুরু হয়ে যাবে মার্কশিট এবং সার্টিফিকেট ডিস্ট্রিবিউটর কাজ ।
তবে এই মার্কশিট এবং সার্টিফিকেট ছাত্রছাত্রীরা নয় অভিভাবকরাই স্কুল থেকে নিতে হবে । জানা গিয়েছে অভিভাবকদেরকে তাদের ছেলেমেয়েদের নির্দিষ্ট এডমিট কার্ড এবং সঙ্গে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকে সেটা নিয়ে এসে তবে তারা নিজেদের ছেলেমেয়েদের এবং ছাত্র-ছাত্রীদের মার্কশিট এবং সার্টিফিকেট হাতে তুলে নিতে পারবেন । আরও বেশ কিছু তথ্য এবং মাধ্যমিক এর সম্ভাব্য মেধাতালিকা নিয়ে আমরা হাজির হয়ে যাব দশটার মধ্যে তাই আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনার সমস্ত তথ্য পেয়ে যাবেন ধন্যবাদ ।