Wb old Paper ration card news:- Every one get rice even he/she hold Old paper ration card.Latest news and notice was published regarding old paper ration card in West Bengal .
পুরনো কাগজের রেশন কার্ড থাকলেও এবার মিলবে চাল এবার সেই মর্মে নোটিশ জারি করল পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর। সেখানে পরিষ্কার ভাবে জানানো হয়েছে যে,যাঁদের Wb old Paper ration card news অর্থাৎ সাদা কাগজের নন ডিজিটাল পুরনো রেশন কার্ড থাকবে , তাঁদেরও রেশন দোকান থেকে বিনা পয়সায় চাল দেওয়ার হবে। এই মর্মে নির্দেশিকা জারি করে দিয়েছে খাদ্য দপ্তর।

Old Paper ration card news
ঐ নোটিশে জানানো হয়েছে যে,ডিজিটাল রেশন কার্ড ইস্যু হয়নি /কুপন পাননি অথবা ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করেননি । ফলে রেশন পেতে সমস্যা হচ্ছে এই লকডাউনে কেবল তাঁদেরকে বিশেষ কুপন দেখিয়ে তিনমাস ধরে মাথাপিছু ৫ কেজি করে চাল দেওয়া হবে । বিশেষ কুপনের জন্য শুধু কাগজের পুরানো রেশন কার্ড আছে এমন ব্যক্তিরাই আবেদন করতে পারবেন ।

মাসের ১৫ থেকে ৩০ তারিখের মধ্যে চাল দেওয়া হবে বিশেষ কুপন প্রাপকদের ।
যদি পশ্চিমবঙ্গ সরকারের আরও স্কিম নিয়ে খবর পড়তে চান বা খবর জানতে চান তাহলে এখানে ক্লিক করুন।
যদি পশ্চিমবঙ্গ সরকারের রেশন নিয়ে আরও নোটিশ দেখতে চান তাহলে ,সরকারের অফিশিয়াল ওয়েবসাইট https://wbpds.gov.in ভিজিট করুন অথবা এখানে ক্লিক করুন