Today’s some big news out about PSC(Public Service Commission) .For rapidly result out WBPSC(West Bengal Public Service Commission) increase manpower WBPSC result out soon,new recruitment in 2020 may be delay .
WBPSC Result Out Soon
খুব তাড়াতাড়ি ফল প্রকাশিত করার জন্য পাবলিক সার্ভিস কমিশন নিজেদের অফিসে কর্মী সংখ্যা বাড়াচ্ছে বলে আজকে একটি খবর প্রকাশিত হয়েছে। বেশি সংখ্যক কর্মী নিয়ে WBPSC চাইছে দ্রুত ফলপ্রকাশ করতে । অর্থাৎ যে সমস্ত পরীক্ষা Public Service Commission বা PSC নিয়ে নিয়েছে সেই সমস্ত পরীক্ষার দ্রুত ফল প্রকাশ করতে চলেছে WBPSC বা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ।
ইতিমধ্যেই WBPSC বিজ্ঞপ্তি জারি করে সকল কর্মীদের সোমবার থেকে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে । রাজ্য সরকারের কিছু দিন আগেই নির্দেশ দিয়েছিল এবার থেকে বেশি সংখ্যক কর্মী নিয়ে কাজ করতে হবে। ঠিক সেই মতাবেক Public Service Commission বা PSC নোটিশ জারি করেছে । এর ফলে মনে করা হচ্ছে দ্রুত এবার হয়ে যাওয়া পরীক্ষার ফল প্রকাশিত করা হবে।

যদি উপরের দেওয়া নোটিশটি ডাউনলোড করতে চান তাহলে https://wbpsc.gov.in/ ভিজিট করুন অথবা এখানে ক্লিক করুন । কোরোনার জন্য বন্ধ নিয়োগের সমস্ত লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ প্রক্রিয়া । কিছু দিন ধরেই এই কাজ করছিল কমিশন । কিছু আগের থেকে এখন বেশি সংখ্যক কর্মী এবার অফিসে উপস্থিত থাকবে বলে হয়ে যাওয়ার পরীক্ষার দ্রুত ফল প্রকাশিত হতে পারে এবার।
New Recruitment In 2020 May Be Delay
ফল প্রকাশিত দ্রুত হলেও এখনই কোনও নতুন পরীক্ষায় হাত দিতে নারাজ Public Service Commission বা PSC । এর প্রধান কারন হল করোনা সংক্রমণ ছড়ানোর ভয়। কোনও বড় জমায়েতে হলে একদিনে এই সংক্রমণ খুব বেশি ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে , ঠিক তেমনই গণপরিবহন আগের মত সচল না হলে চাকরিপ্রার্থীরা পরীক্ষা দিতে সমস্যায় পড়বেন । এই কারণেই এই মুহূর্তে কোনও লিখিত পরীক্ষা নেওয়ার পরিকল্পনা নেই পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ।